1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রড বুঝাই লরিকে বাসের ধাক্কা! নিহত -১,আহত- ১০ কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী সুবিধাবাদীদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কুবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২

ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রায় ৫৩ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বুধবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, পোমকাড়া বেপারী বাড়িরতে দুদমালা গংদের দখলে থাকা ১৭ শতক বাড়ির জায়গা নির্মাণাধীন বসতঘর, গাছপালা ও আসবাবপত্র উচ্ছেদ এবং দখলমুক্ত করা হয়েছে। এছাড়া অন্যদিকে আরও ৩৬ শতক নাল জমি ও কবরস্থান দখলমুক্ত করা হয়। এসময় এসব জায়গায় লাল নিশান বসানো হয়।
পরে একজন ঢুলি ঢোল-শোহরত বাজিয়ে লাল নিশানা দেয়া পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিকদের (ইলিয়াস হোসেন গং) নাম ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কুমিল্লা জেলা আদালতে বেদখলি জায়গা বুঝে পেতে ইলিয়াস গংরা মামলা করেন।
ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে জায়গা বুঝিয়ে দেয়া হয়। আদালতের নির্দেশ থাকায় দখলদারগন বসতঘরসহ অস্থাবর সম্পদগুলো সরিয়ে নিতে বাধ্য হন।
অন্যদিকে ৫৩ শতক এ জায়গা দখল করে রাখা একটি পরিবার দাবি করে, রেকর্ড ও দলিলমূলে তারাও এ জায়গার মালিক।
এদিকে ঢোল-শোহরত বাজিয়ে জায়গা বুঝিয়ে দেয়ার এমন ব্যতিক্রমী ঘটনা দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
এছাড়া আদালত প্রতিনিধি ক্ষমতাপ্রাপ্ত নাজির আতাউল্লাহ, আদালত কমিশনার মো. ইকবাল হোসেন, এডভোকেট শ্রী সীমান্ত বিশ্বাস ও উপপরিদর্শক এসআই শিশির ঘোষের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD