কলেজ প্রতিনিধি।।
ফুলেল শুভেচ্ছা না নিয়ে বৃক্ষরোপণ করতে বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ। যোগদানের পরপর ফুল দেওয়ার পরিবর্তে স্মারক বৃক্ষ রোপণ করার অনুরোধ করেন তিনি। প্রথম দিন থেকে ফুল গ্রহণ করেননি এই অধ্যক্ষ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, যার ফুল দিতে এসেছে, সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মানে স্মারক বৃক্ষ রোপণের অনুরোধ করেছি।
এছাড়া বুধবার (১৮ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও প্রধান মো. খালেদ হোসেন খান, পরিষদের সদ্য বিদায়ী সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সংস্কৃত বিভাগের প্রধান জীতেন্দ্রনাথ তরফদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি সেনা ও বিমান শাখা, যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদ (ভিসিডিএস), ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় অধ্যক্ষ আরো বলেন, বৃক্ষ রোপন সদকা। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার সব উপাদানই আসে উদ্ভিদ থেকে। একটি গাছ রোপন করলে তা পরিণত হওয়া পর্যন্ত অনেক মানুষের জীবিকার ব্যবস্থা হয়।
প্রসঙ্গত, ০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। ১২ সেপ্টেম্বর যোগদান করেন তিনি।