1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাবেক এমপি মজিবুর রহমান মজুর উদ্যোগে বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১০ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় সাবেক এমপি মজিবুর রহমান মজুর উদ্যোগে বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপি নেতা মজিবুর রহমান মজুর নিজস্ব অর্থায়নে বানভাসিদের মধ্যে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বন্যাদুর্গত আড়াই হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
দিনব্যাপী ওই ইউনিয়নের বানভাসিদের হাতে খাদ্য উপহার তোলে দেন সাবেক এমপি মজিবুর রহমান মজু। এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান ওয়াসিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, অর্থ বিষয়ক সম্পাদক রবিউল্লাহ রবি, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, বিএনপি নেতা মোস্তফা কামাল, জাকির হোসেন, শফিকুর রহমান, তাজুল ইসলাম মাস্টার, উপজেলা তাঁতিদলের আহবায়ক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ফারুক, যুবদল নেতা আশিকুর রহমান মিশু, মাসুম মিয়া, মাহবুবুর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণ শেষে সাবেক সাংসদ মজিবুর রহমান মজু বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। দেশের মানুষ অনেক ত্যাগের বিনিময়ে একটি নতুন স্বাধীন দেশ পেয়েছে এবং তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জনগণের মানসিকতায় যে পরিবর্তন এসেছে, তা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের জনগণ এখন তাদের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি ফিরে পেতে চায়। জনগণ একটি মুক্ত পরিবেশ এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায়।
সাবেক সাংসদ মজু আরও বলেন, সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র সংস্কারের কাজকে এগিয়ে নিতে হবে। যে শক্তি দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করেছে, তাদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মজিবুর রহমান মজুর নিজস্ব অর্থায়নে উপজেলার শশীদল ইউনিয়নে আড়াই হাজার বন্যাদুর্গত পরিবারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD