নেকবর হোসেন
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ অপসারণের দাবিতে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লংমার্চের সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো– আন্তঃসীমান্ত নদীতে ভারতের সব অবৈধ বাঁধ অপসারণ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামকে চাপ সৃষ্টি করতে হবে। জাতিসংঘে পানিপ্রবাহ কনভেনশন আয়োজন ও ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে। অচিরেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং সীমান্ত হত্যার বিচার পেতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
সমাবেশে বক্তব্য দেন ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজী, গবেষক খন্দকার রাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, জামায়াতের কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ, ইনকিলাব মঞ্চের সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন প্রমুখ।