1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় আশা’র ২০ লাখ টাকার খাদ্য সহায়তা - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণপাড়া কৃতি সন্তান এডভোকেট নূরুল হুদা কুসিক কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলন, দুদকের অভিযান নাঙ্গলকোটে শিবিরের পক্ষ থেকে ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন উপহার কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় আশা’র ২০ লাখ টাকার খাদ্য সহায়তা

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।
কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।
আশা’র জেলা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, উল্যেখিত উপজেলা গুলোতে বন্যায় কবলিত বানভাসিদের জন্য শংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুই হাজার প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। এসব প্যাকেটে ১। চাল ৫ কেজি,
আলু, মশুরি ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, পানি, খাবার স্যালাইন ও চিরা রয়েছে। তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় আশ‘র পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম পাঠানো হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় আশা’র ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে।
এসময়, আশা’র সিনিয়র রিজওনাল ম্যানেজার শংকর গুহ, বুড়িচং সদর ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসাইন, ব্রাহ্মণপাড়া ব্রাঞ্চ ম্যানেজার ত্রিদিব রায়, চান্দলা ব্রাঞ্চ ম্যানেজার আবদুল মবিন, কোম্পানিগঞ্জ-১ ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহেল খান, কোম্পানিগঞ্জ-২ ব্রাঞ্চ ম্যানেজার মো. আবদুল হালিম, লোন অফিসার হারুন অর রশিদ, এবিএম ওহাব, এবিএম কামাল হোসেন, মো. শাহীন আলম, অন্তর দেবনাথ ও ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ক্যাপশন:- কুমিল্লায় বন্যাদুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকার খাদ্য সহায়তা (ত্রাণ) দিয়েছে বেসরকারি সংস্থা আশা। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম, নাগলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী, ফায়ারসার্ভিস ও জেলা প্রশাসকের নিকট খাদ্য সহায়তার দুই হাজার প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD