1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সদর দক্ষিনে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

সদর দক্ষিনে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৫০ বার পঠিত

 

নেকবর হোসেন:

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার মল্লিকা সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভূঁইয়া।

নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ভাগুলপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে এবং চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিনের স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২), এবং তাদের ছেলে আলভী (১৫ মাস)
পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে স্বামী ইয়াছিন তার বোনের বাড়ি সদর দক্ষিন উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেল করে স্ত্রী ও সন্তানকে নিয়ে তার শুশুরবাড়ি সদর দক্ষিন উপজেলার ভাগুলপুর গ্রামে যাচ্ছিলেন। এই সময় সদর দক্ষিন থানা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান সজোরে মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ইয়াছিন ও তার স্ত্রী মিতু এবং মিতুর কোলে থাকা ১৫ মাসের ছেলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মিতু ও তার সন্তান মারা যায়। আহত স্বামী ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে ঘটনাস্থলে থাকা কুমিল্লা সদর দক্ষিন থানার উপ পরিদর্শক মাহমুদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দূর্ঘনার কারণে যাতে মহাসড়কে যানযট সৃষ্টি না হয় এই বিষয়টি নিশ্চিত করেছি। যেহেতু মহাসড়কে দূর্ঘটনাটি ঘটেছে সেহেতু আমরা ময়নামতি হাইওয়ে থানাকে অবগত করেছি। হাইওয়ে পুলিশ এসে যাবতীয় আইনী পদক্ষেপ গ্রহণ করবে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন আমরা দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশের একটি ঘটনাস্থলে পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহগুলোর সুরতহাল করে থানায় নিয়ে আসবে। পরে নিহতের পরিবারের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD