মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :
কুমিল্লার চৌদ্দগ্রামে আধুনিক ধান ও বীজ উৎপাদন কলাকৌশল এর উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর উদ্যোগে ও চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় সোমবার (১২ আগস্ট) দিনব্যাপী উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর পিএসও ড. শিলা প্রামাণিক। অনুষ্ঠানে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর এসএসও ড. মো: মামুনুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর এসও তাসনিয়া ফেরদৌস, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, স্থানীয় কৃষক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল খালেক মজুমদার, মীর হোসেন চৌধুরী, মো: আবুল কাশেম, আবু হানিফ রাকিব, মো: জসিম উদ্দীন, আসাদুজ্জামান সাকিব প্রমুখ।