1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে ছাত্রলীগ বয়কট, হল ছেড়ে পালাচ্ছেন নেতা-কর্মীরা - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

কুবিতে ছাত্রলীগ বয়কট, হল ছেড়ে পালাচ্ছেন নেতা-কর্মীরা

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৭১ বার পঠিত

মানছুর আলম অন্তর, কুবি প্রতিনিধি:

★ ছাত্র রাজনীতি নিষিদ্ধের আল্টিমেটাম

চলমান কোটা  আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগ বয়কটের ডাক। শিক্ষার্থীরা সন্ধ্যা ৬ টার মধ্যে ছাত্ররাজনীতি বন্ধে ব্যবস্থা নিতেও আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।

এছাড়াও গতকাল রাতে হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর দেখা মিললেও সকাল থেকে তাদেরকে আর দেখা যাচ্ছেনা বলে  জানিয়েছেন শিক্ষার্থীরা৷ তাঁরা বলছেন, ছাত্রলীগ হল ছেড়ে পালিয়েছে।

এদিকে হলে না থেকেও হলে অবস্থান করছেন বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি বলেন, আমি বর্তমানে হলে অবস্থান করছি।ছাত্রলীগ এমন কোন কাজ করে নি যে হল বা ক্যাম্পাস ছেড়ে পালাতে হবে। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সুখে, দুঃখে পাশে ছিল এবং থাকবে।

ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা মোমিন শুভ বলেন, ক্যাম্পাস ছাড়ার মতো কিছু হয়নি। দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় নেতা কর্মীরা এখন ঢাকা কেন্দ্রিক বেশি থাকে।

হল গুলোতে খোঁজ নিয়ে আরও জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কোন হলেই বর্তমানে ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপস্থিতি নাই। গতকাল সকাল থেকেই তারা গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়। অন্যদিকে কোটা আন্দোলনের সাথে যুক্ত ফরহাদ কাউসার, আহসানুল হক ও আরাফ ভুঁইয়াকে মারধরের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলাকারী ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কোন ক্লাস কার্যক্রমে অংশ নিবেননা জানিয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও  হল থেকে অভিযুক্ত কয়েকজনের বালিশ, তোষক ও আসবাব পত্রও ফেলে দিয়েছেন তাঁরা।

হামলাকারী শিক্ষার্থীরা হলেন, পারভেজ মোশাররফ, রবিউল আলম রিয়াজ, রবিন দাস, আবদুল্লাহ আল মামুন,আখতারুজ্জামান পাভেল, বিশ্বজিত দাস, রাকিব, অর্নব সিংহ রায়, আসিফ এনতাজ রাব্বী, আশিকুর রহমান রাফি।

কোটা আন্দোলনকারী তিন শিক্ষার্থী মারধরে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সায়েম বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা, মাত্রই শুনলাম।

এদিকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ছাত্র নেতা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কিনা এটা প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। সকল স্টেক হোল্ডার দের সাথে আলোচনার বিষয়। একপক্ষ সেটা বললেত হবে না।

এছাড়াও ছাত্রলীগের পদপ্রত্যাশী বাকি নেতাকর্মীদের সাথে কথা বলতে চাইলে তাঁরা এবিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এরা আগে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধে ইউজিসি ও সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর একটায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা । দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের  সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাহার করতে হবে, পূর্ণাঙ্গ নিরাপত্তা সহ বাস সেবা, বিদ্যুৎ, ওয়াইফাই আগের মত থাকতে হবে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দীকি ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকি। তারা বলেন, শিক্ষার্থীরা হলে নিরাপদ রয়েছে। যারা থাকতে চায় থাকতে পারবে। প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিবেন।

তবে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কক্ষে কর্মচারী পাঠিয়ে হল ত্যাগে নির্দেশ দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD