1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আজ থেকে মহররম মাস শুরু, ১৭ জুলাই পবিত্র আশুরা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

আজ থেকে মহররম মাস শুরু, ১৭ জুলাই পবিত্র আশুরা

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

 

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

আজ ৮ জুলাই, সোমবার “পহেলা মহররম”। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম হিজরতের স্মৃতি বিজড়িত সন হিজরী সালের নতুন বছর ১৪৪৬ শুরু হল। ইসলামের মহররম মাসের গুরুত্ব অপরিসীম। মহররম শব্দের অর্থ সম্মানিত। হিজরি বছরের প্রত্যেকটি মাসেরই রয়েছে বিশেষ গুরুত্ব। হিজরি সনের প্রথম মাস মহররম। ইসলামে এ মাসের অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। মুহাররম মাস শুধুমাত্র কারবালার ঘটনা স্মরণ করার মাস নয় বরং মুসলিম বিশ্বকে নতুন করে গড়ে তোলার মাস ।

আজকের এই দিনে আমাদের প্রিয় নবী তাঁর জন্মভূমি মক্কা থেকে ইয়াসরিতে হিজরত করেন। তাঁর আগমন উপলক্ষে প্রতীক্ষারত ইয়াসরিবাসী (মদিনাবাসী)। জুন মাসের প্রচণ্ড খরতাপে শহরের উপকন্ঠে মদিনার আবাল বৃদ্ধ বনিতা। সত্যিকার অর্থে সেই দিনটি ছিল মদিনাবাসীর জন্য প্রথম ঈদ অর্থাৎ খুশির দিন। সবাই চাতকের মত চেয়ে আছেন কখন আসবেন দ্বীনের নবী।

হযরত আলী (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি একবার রাসুল (সা. )-এর দরবারে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমরা রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখব কোন মাসে? তিনি বলেন, তোমরা যদি রমজানের পর কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে মহররম মাসে রাখো। কেননা এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে, যেদিন আল্লাহ আগের এক জাতির তাওবা কবুল করেছেন এবং পরবর্তীদের তাওবাও কবুল করবেন। (তিরমিজি, হাদিস : ৭৪০; ইবনে মাজাহ, হাদিস : ১৭৪২)।

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং রমজান মাসের রোজার প্রতি। (বুখারি)। আগামী ১৭ জুলাই, বুধবার “পবিত্র আশুরা”। এই দিনটি আমরা ভাবগাম্ভীর্য পরিবেশে, সত্য ও ন্যায়ের পথে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত শিক্ষা হৃদয়ে ধারণ করার আহ্বান জানাই।

আসুন,মহররম মাসে নফল রোজা ও নফল ইবাদতে রত থেকে অতিবাহিত করি। সেই সাথে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল বালা মুসিবত দূর করে বিশ্ববাসীকে তাঁর নিরাপত্তার চাদরে আবৃত করে নেন, আমিন। আমরা যেন এমন কিছু না করি যা আমাদেরকে ইসলাম অনুমতি দেয় না। যেমন কান্নাকাটি করা, মাতম-মর্সিয়া করা, শরীরের রক্ত বের করা ইত্যাদি করা থেকে বিরত থাকব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD