1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি জমি - Dainik Cumilla
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি জাফর সাদিক, বিদ্যোৎসাহী আবু ইউনুস হাসান মানিক ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই চান্দিনায় কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি স্কেলের আঘাতে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত: কুমিল্লার সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার নাঙ্গলকোটে বিএনপির সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহতদের পাশে বিএনপি, কমিটি বাতিল

ব্রাহ্মণপাড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই তলিয়ে যায় ফসলি জমি

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মালাপাড়ায় পানিনিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে তলিয়ে যায় ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়ে প্রায় দুই শতাধিক পরিবার। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কৃষি জমি আবাদেও সৃষ্টি হচ্ছে প্রতিকূলতা। ফলে ভোগান্তি পোহাচ্ছেন ওই এলাকার শিক্ষার্থীরাসহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মালাপাড়া ইউনিয়নের মালাপাড়া কৃষ্ণপুর এলাকায় পানিনিষ্কাশনের জন্য একটি খাল ছিল। ওই খালটি সংস্কারের অভাবে পানি চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় ওই এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই এলাকার ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে প্রায় দুই শতাধিক পরিবার। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় মাছ ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ কৃষকেরা।

এ বিষয় জানতে চাইলে ভুক্তভোগী মোহাম্মদ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি বলেন, ২০০ বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য একটিখাল ছিল। সেটিও সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। ফলে একটু বৃষ্টি হলেই স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে না। অন্য দিকে পানিবন্দি হয়ে পড়ে আড়াই শতাধিক পরিবার। তলিয়ে যায় আবাদি জমি, নষ্ট হয়ে যায় কৃষকের ঘাম ঝড়ানো ফসল। তাই আমাদের দাবি পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী ডাক্তার জহিরুল হকের মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খাল সংস্কারের অভাবে খালের প্রধান মুখটি ভরাট হওয়ায় বৃষ্টি হলে পানি জমে থাকে, তার ফলে কৃষি জমিতে বছরে একটি ফসল উৎপাদন করতে হয়। তিনি আরও বলেন, গ্রামে বসবাসরত মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল তাই তাদের বিশাল ক্ষতি হচ্ছে। স্থানীয়দের ভোগান্তি লাগবে পানিনিষ্কাশনের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।

এ ব্যপারে মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, লাগাতার বৃষ্টি হলে ওই এলাকায় পানি জমে সামান্য ব্যাঘাত সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে অচিরেই উদ্যোগ নেওয়া হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম বলেন, আমরা রীতিমতো তথ্য নিয়ে বিএডিসি বরাবর খাল সংস্কারের প্রকল্প চেয়ে আবেদন করেছি। আশা করছি পরের অর্থবছরে বরাদ্দ পেলে এ সমস্যার সমাধান হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD