শামীম রায়হান, স্টাফ রিপোর্টার ॥
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি)বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান।
এসময় শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দৌলতপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মইন চৌধুরী,গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান সরকার।
এতে অত্র দুই ইউনিয়নের ১৮ জন সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন শপথ নেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।