1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার চতুর্থ ধাপে ৩ উপজেলা ১৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র জমা - Dainik Cumilla
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি চাল আত্মসাতের দায়ে তিতাসে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড দেবীদ্বার ছাব্বির হত্যা মামলার আসামী যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি জাফর সাদিক, বিদ্যোৎসাহী আবু ইউনুস হাসান মানিক ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই

কুমিল্লার চতুর্থ ধাপে ৩ উপজেলা ১৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৯২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে চান্দিনা, হোমনা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন। ভোট গ্রহণ হবে ৫ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী এবং চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ১, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী অনলাইন পদ্ধতিতে মনোনয়নপত্র জমা দেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদের ৭ প্রার্থী হলেন- উপজেল আওয়ামী লীগ সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মজুমদার মুকুল, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম নাজমূল আহসান মজুমদার রিপন এর মো. নিজামুল এহসান মজুমদার পাপন, সাবেক বিএনপি নেতা মফিজ উদ্দিন ভূইয়া।

ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন মো. ফারুক হোসেন পাটোয়ারী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি এড. মো. মহি উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা আলী এরশাদ, মো. জসীম উদ্দিন ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মো. বাহার উদ্দীন, মো. আল আমিন সরকার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- নাজমা আকতার চৌধুরী, মোসাম্মৎ জান্নাতুল ফেরদ্উাস, রুবি আক্তার, কুহিনুর আক্তার।

হোমনা উপজেলায় চেয়ারম্যান ৩ প্রার্থী হলেন- একেএম সিদ্দিকুর রহমান আবুল, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ এর স্ত্রী বর্তমান উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, মো. শহীদ উল্লাহ। ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মকবুল হোসেন, মো. নাছির উদ্দিন পাঠান। ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- শিউলী আক্তার ও নাজমা আক্তার।

চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হলেন- মো. তৌহিদুল ইসলাম, রহমত উল্লাহ, একেএম গোলাম ফারুক। ভাইস চেয়ারম্যান পদের একমাত্র প্রার্থী হলেন মো. ইসহাক খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের ২ প্রার্থী হলেন হাজেরা আক্তার ও রহিমা আক্তার।

তফসিল অনুযায়ী ১২ মে যাচাই-বাছাই, ১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ ও ৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD