1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন - Dainik Cumilla
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে ৩৬ টাকা দরে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ ব্রাহ্মণপাড়া নানার বাড়িতে বেড়াতে এসে মামা ভাগনে পানিতে ডুবে মৃত্যু কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছেন মহানগর বিএনপি নেতা টিপু ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে স্কুল কলেজের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষে সকাল ৯ টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি স্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এছাড়া বিকাল ৩ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকতা মো. মঈন উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের সদস্য আলহাজ্ব আবু জাহের।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া দেবিদ্বার সার্কেল শাহ মোস্তফা তারিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবদুল বারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, বীর বিক্রিম মুক্তিযোদ্ধা রবিউল্লাহ খান,থানার অফিসার ইনচার্জ ওসি এস এম আতিক উল্লাহ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান আখন্দ৷ আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়৷ এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল, মাদ্রাসার প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল, ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD