ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।
রবিবার (২৪ মার্চ) কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার একটি রেস্টুরেন্টে কুভিকসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়বুর রহমান সোহেল ও প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন রাজু।
চ্যালেঞ্জ না থাকলে সাংবাদিকতাও থাকেনা। প্রতিকূলতা মানুষকে শেখায় কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। আজকের কুভিকসাস খুব সহজে এখানে আসেনি। এর নেপথ্যেও ইতিহাস আছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)’র ইফতার মাহফিলে এসব কথা বলেন অতিথিরা।
অতিথিরা আরও বলেন, কুভিকসাস দিন দিন নতুন মাত্রায় উদ্ভাসিত হচ্ছে। এখান থেকে নতুন সাংবাদিক তৈরি হচ্ছে। এটা আমাদের গর্বের জায়গা। একটা সময় কলেজের বাদাম তলায় বসে মিটিং করতাম। কলা ভবনের সামনে সভা হতো। অনেকে চায়নি এই সাংবাদিক সমিতি হোক। যে কারণে এটা প্রতিষ্ঠা করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে সক্ষম হয়েছি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কুভিকসাসের সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজি, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।