1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আমার চাচারা আমার সঙ্গে আছে,ভাইরাও আছে বোনরা আছে,চাচী,খালা-ফুফুরাও আছে - ডা. তাহসিন বাহার সূচনা - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আমার চাচারা আমার সঙ্গে আছে,ভাইরাও আছে বোনরা আছে,চাচী,খালা-ফুফুরাও আছে – ডা. তাহসিন বাহার সূচনা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ( ১৫ ফেব্রয়ারি) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এ সময় তিন প্রার্থী ও একজন প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রার্থিতা নিশ্চিত হয়েছে যে চারজনের তারা হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, সাবেক ছাত্রনেতা নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার।
মনোনয়ন পত্র বৈধ ঘোষনা পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়ের ব্যাপারে আশাবাদি ব্যক্ত করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বলেন,আমি মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আমার সাথে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশাল একটি রাজনৈতিক ইউনিট আমার সঙ্গে রয়েছে। আমার চাচারা আমার সঙ্গে আছে, ভাইরাও আছে। বোনরা আছে, চাচী, খালা-ফুফুরাও আছে। আমি অনেক সামাজিক মানবিক সংগঠনের সাথে কাজ করেছি। সমাজের অনেক সাধারন মানুষের সাথে আন্তরিক সম্পর্ক রয়েছে। আমার মানবিক সংগঠনের মাধ্যমে সমাজের তৃণমূলে কাজ করেছি সেই থেকে সর্বশ্রেণির মানুষের সাথে আমার সম্পর্ক গড়ে ঊঠেছে। আমি এমন একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমার বাবা সারা জীবন মানুষের কল্যানে কাজ আমিও মানুষের জন্য কাজ করছি। আমি নতুন প্রার্থী হলেও আমার মুখটা কুমিল্লাবাসীর কাছে খ্বু বেশি পরিচিত। আমি কুমিল্লাবাসীর উপর অনেক বেশি আশাবাদি।
এদিকে ,কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD