মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় উম্মে সুমাইয়া (১১) নামে এক শিশুর বাড়ীর পাশে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানি ডুবে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের মধ্যপাড়ার মরহুম খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। উম্মে সুমাইয়া ওই এলাকার সোহেল খানের মেয়ে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া দুপুরে পুকুরে গোসল করার সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা তাকে পানিতে ভেসে থাকতে দেখতে পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একইদিন বিকেলে তার পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।