1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কোর্সের উদ্বোধন - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কোর্সের উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে উক্ত কোর্সের উদ্বোধন করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি র বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন ১১তম কোর্স পরিচালক ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। শুভেচ্ছা জ্ঞাপন করেন কোর্স সমন্বয়ক অধ্যাপক ড.মনিরুজ্জামান শাহীন, কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দরাসহ আরো অনেকে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন প্রশিক্ষণার্থী। এতে গণহত্যা জাদুঘরকে সহযোগিতায় রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

অনুুষ্ঠানে বক্তরা বলেন, হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে দাবিয়ে রাখা যায় না।এর জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশ। কারণ একাত্তরের ২৫ মার্চ কালো রাত্রিতে পশ্চিম পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডসহ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনে বাঙালি জাতি। তাই জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই একাত্তরের চেতনা বাস্তবায়ন করতে হবে।

এ সময় বক্তারা আরো বলেন, একাত্তরে পাকিস্তানের প্রেতাত্মারাই বর্তমানে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD