সৌরভ লোধ, বরুড়া: কুমিল্লার বরুড়া উফলকামুড়ি গ্রামে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল শিক্ষা, মানবতা ও সমাজসেবায় নিবেদিত এক অনন্য আয়োজন। স্থানীয় সমাজে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে নিবেদিত এ ট্রাস্ট বরুড়ার সামাজিক অগ্রযাত্রায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
হেমন্তের মনোরম সকালে শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদর্শিত হয় ট্রাস্টের ১৯৯৫ সাল থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যচিত্র।অতিথিদের ফুলেল শুভেচ্ছা, অনুভূতি প্রকাশ ও বক্তব্য পর্বে পুরো অনুষ্ঠান পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হক।
প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সাইফুল ইসলাম এবং শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমীন নার্গিস।
ধর্মীয় অংশে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আশিকুন নবী, গীতাপাঠ করেন শিক্ষক তরুণ সরকার, এবং ত্রিপিটক পাঠ করেন শিক্ষার্থী সুদীপ্ত চাকমা।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক নয়ন দেওয়ানজী, শাকিলা ইসলাম ও আবদুর রহমান জকির।
অনুভূতি প্রকাশ ও বক্তব্য পর্বে অংশ নেন ট্রাস্টের উপদেষ্টা মাস্টার আব্দুল হক, সাবেক প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, সমাজসেবক জিয়াউল কাউসার, ভিপি মোঃ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাস, সাবেক সভাপতি শাহ আলম বাবুল, ব্যাংক কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন পাটোয়ারী, ব্যাংকার আবদুল মমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ রাসেল ও বাবু দীলিপ বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বরুড়ার ইউএনও নু-এমং মারমা মং ও এএসপি মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়া শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কাউট সদস্যদের প্রেসিডেন্ট পদক অর্জন এবং এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।