নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
চৌকুড়ী উচ্চ বিদ্যালয় সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি এডভোকেট মোহাম্মদ ইয়াসিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব আবু তালেব।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনিছুর রহমান রুবেল ও শহিদুল ইসলামের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম হেলাল, নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, সামাজিক নিরাপত্তা ও অডিট অধিদপ্তরের উপ পরিচালক ছায়েদুল হক, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী ওবায়দুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, ধর্মীয় শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।