নাঙ্গলকোট প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র অমান্য করে পূর্বের কমিটি বহাল রেখে নতুন কমিটি ও হেসাখাল ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী আবুল কালাম খান আজাদকে হুমকি-ধামকি দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের প্রতিবাদে পৃথক স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট বাজার ও বিকালে হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া, হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম খান আজাদ, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি সাহাব উদ্দিন সাবু । প্রতিবাদ সমাবেশ ওই দুই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আমাদের কমিটির ১বছর মেয়াদ থাকতে এবং কমিটি বহাল রেখে পুনরায় নতুন কমিটি করা বিএনপির গঠনতন্ত্র বিরোধী। তাছাড়া নির্বাচনটি শুধুমাত্র সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার লোকদেরকে দিয়ে করা হয়েছে, যা আওয়ামীলীগের আমি-ডামি নির্বাচনের পুনরাবৃত্তি। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া কর্তৃক কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসককে গালিগালাজ করায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম খান আজাদ তার বক্তব্যে বলেন, আমি নিজের অবস্থান টিকিয়ে রাখতে ও আমার প্রতি দলীয় কর্মীদের ভালবাসা যাচাই করতে হেসাখাল ইউনিয়ন সভাপতি পদে প্রার্থী হই। কিন্তু সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতাকর্মীদের হুমকি-ধামকির কারণে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য হই। পরবর্তীতে আমি-সহ বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ পেয়ে সম্মেলনের একদিন পূর্বে উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল আফসার নয়ন সম্মেলন স্থগিত করেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব-সহ উপজেলা নেতৃবৃন্দদেরকে উপেক্ষা করে জেলা নেতৃবৃন্দ একতরফা সম্মেলন করে কমিটি ঘোষণা দেয়। আমাদের কমিটির মেয়দ ১ বছর বাকি থাকতে উপজেলা নেতৃবৃন্দকে উপেক্ষা করে করা এ অবৈধ কমিটি বাতিলের দাবি জানাই।
এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীদেরকে হুমকি-ধামকি, আমাদের অজান্তে ভুয়া ভোটার তালিকা করা, প্রকৃত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে কিছু আওয়ামীলীগ নেতাকর্মীদের নাম দিয়ে ভোটার তালিকা করা-সহ নানান অভিযোগ পাওয়ায় আমরা সম্মেলনের একদিন পূর্বে স্থগিত করি। এখন আমাদেরকে বাদ দিয়ে কিভাবে সম্মেলন ও কমিটি হয় এ জবাব জেলা নেতৃবৃন্দের কাছ থেকে নিতে পারেন। তাছাড়া বর্তমান ইউনিয়ন কমিটির আরো ১বছর মেয়াদ রয়েছে। এক কমিটি বহাল রেখে পুনরায় কমিটি ঘোষণা দেয়া দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। বিষয়টি আমি বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছি।