নাঙ্গলকোট প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, আলমগীর হোসেন মোল্লা, নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, নূর আহমেদ, নাছির উদ্দীন, কাউছার আলম লিটন, আবু বকর মনু, আব্দুল মালেক লিটন, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন রিপন, সৈয়দ আহমদ, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সোহেল রানা, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাজু, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, আশরাফুল ইসলাম দয়াল, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা সভাপতি জিয়াউর রহমান বিপ্লব, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।