1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় বিএনপির তিন ইউনিটের কাউন্সিল প্রার্থীর মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হলেও সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদসহ পুরো ইউনিট। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশনের দাবি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রতীক বরাদ্দ পর্যন্ত একাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় লাকসাম উপজেলা বিএনপির পুরো ইউনিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হিসেবে কমিশন থেকে এখনও ঘোষণা দেওয়া হয়নি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাকসাম উপজেলা বিএনপির প্রার্থীরা হলেন, সভাপতি পদে লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম), সাধারণ সম্পাদক পদে লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, সাংগঠনিক দুই পদে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ও মো. হারুন অর রশীদ।

এদিকে, আগামী ১৪ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে মনোনয়নপত্র সংগ্রহ করা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌর সভা বিএনপির তিনটি ইউনিটের কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ২৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা থেকে কুমিল্লা নগরীর প্লান্ট এসআর এর নিচ তলায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশন থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা শেষে কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। বাছাই শেষে পছন্দ অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য মতে, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি পদে এক জন, সাধারণ সম্পাদক পদে এক জন এবং দুই সাংগঠনিক সম্পাদক পদে দুই জন মনোনয়ন দাখিল করেন। লাকসাম পৌর সভায় বিএনপির সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে ৩ জন মনোনয়ন ফরম দাখিল করেন। ফরম বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কমিশন। আগামী ১৪ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে এ তিনটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কাউন্সিল ঘিরে লাকসাম উপজেলা বিএনপির ইউনিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের মাঝে প্রতীক বরাদ্দ না হলেও লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি পদে আলহাজ্ব মজির আহমেদ (মোটর সাইকেল) মোস্তফা কামাল (সাইকেল), আবুল হাসেম মানু (রিকশা), নিজাম উদ্দিন (ট্রাক)। সাধারণ সম্পাদক পদে গোলাম ফারুক (ঘোড়া), আবুল হোসেন মিলন (মরগ), বেলাল রহমান মজুমদার (হরিণ) এবং সাংগঠনিক পদে আবু বকর সিদ্দিক ভূইয়া মিলটন (আপেল), ইয়াছিন আলী (আনারস), জামিলুর রহমান (ডালিম), মাহবুবুর রহামন মজুমদার (আম)।
মনোহরগঞ্জ উপজেলা সভাপতি পদে আলী মুর্তুজা মোঃ আল খালিদ, শাহ সুলতান খোকন, গিয়াস উদ্দিন সৈকত, মোঃ ইলিয়াছ পাটোয়ারী, মোঃ সফিকুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ সারওয়ার জাহান ভূইয়া দোলন,মোঃ শরীফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদুল আলম বাচ্চু, মোঃ মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD