1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍্যাবের টহলে গ্রেফতার এক হাজারের বেশি; মহাসড়কে নিরাপত্তা জোরদার - Dainik Cumilla
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নাঙ্গলকোটে জিপিএ-৫ বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস বাগমারায় পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণের সমাপ্তি কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন, আলাউদ্দিন সভাপতি, গিয়াসউদ্দিন সম্পাদক কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ উন্নয়ন ও কর্মক্ষেত্রে নৃবিজ্ঞানের ভূমিকা নিয়ে কুবিতে সেমিনার বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে: ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি: ডক্টর মোবারক হোসাইন বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ সদস্যকে রাজকীয় বিদায় সংবর্ধনা কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

কুমিল্লায় র‍্যাবের টহলে গ্রেফতার এক হাজারের বেশি; মহাসড়কে নিরাপত্তা জোরদার

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পঠিত

নেকবর হোসেন

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২। চলমান অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এক হাজারেরও বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব-১১ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধে জড়িত ১৬২ জন অপরাধী, ১৫ জন আরসা সদস্য, একজন জঙ্গি, হত্যা মামলার ১৬১ আসামি, ধর্ষণ মামলার ৭০ আসামি এবং অস্ত্র মামলার ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, এই সময়ের মধ্যে ১০১টি আগ্নেয়াস্ত্র, ১,৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৬১ জনের বেশি মাদক কারবারি এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

অভিযানের অংশ হিসেবে ৬৫ জন অপহরণকারীকে গ্রেফতার ও ৬৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭৩ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পলাতক আসামি এবং ১৬ জন প্রতারককেও আইনের আওতায় আনা হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-১১। যাত্রীসেবা ও যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি যানবাহনে নিয়মিত তল্লাশিও চলছে।

নাশকতা প্রতিরোধ, অপরাধ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিফর্মে টহলদলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

এই বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, আমরা নিরলসভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। র‍্যাবের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত সক্রিয় রয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD