চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অনুমান ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত অনুমান সাড়ে সাতটায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লক্ষ্মীপুর-বাহেরগড়া গ্রামের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যু সম্পর্কে এখনো কিছুই বলা যাচ্ছে না। তবে, লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যা বলেই ধারণা করছে পুলিশ। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ শাখা কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। পরিচয় পাওয়া গেলে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।