1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় উন্নত হবে শিক্ষার মান : চৌদ্দগ্রামে সেতু সচিব আব্দুর রউফ - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় উন্নত হবে শিক্ষার মান : চৌদ্দগ্রামে সেতু সচিব আব্দুর রউফ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায়ই একটি বিদ্যালয়ের পড়ালেখা সহ সার্বিক মানোন্নয়ন হয়। একটা সময় বিদ্যালয়গুলো ছিলো টিনের বেড়ার। এখন আধুনিক ভবন নির্মাণ সহ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। প্রতিটি ক্লাস রুম এখন সুসজ্জিত। মাথার উপর পাখা ঘুরছে। যুগের সাথে তাল মিলিয়ে হার্ডওয়্যার উন্নতি হচ্ছে। তবে, বর্তমানে সফটওয়্যার কিছুটা দুর্বল হয়ে পড়ছে। সফটওয়্যার দুর্বল হলে কিন্তু একটা সময় হাডওয়্যার অকেজো হয়ে যাবে। সফটওয়্যার শক্তিশালী করতে হবে। এটি শক্তিশালী করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সমান ও যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেতু সচিব মোহাম্মদ আব্দুর রউফ আরও বলেন, তোমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। আলোকিত মানুষ হতে হলে পড়ালেখার বিকল্প নেই। কঠোর পরিশ্রম, সময়ের মূল্য দেওয়ার পাশাপাশি অধ্যাবসায়ী হতে হবে তোমাদের। তোমরা জাতির ভবিষ্যত কর্ণধার। একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে তোমরাই অগ্রণী ভূমিকা রাখবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়ে তোমরাই একটা সময় দেশ পরিচালনা করবে। সুতরাং তোমার ভালো পড়ালেখা করে প্রত্যেকেই আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করো। তোমরাই হবে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর।

শনিবার (২৮জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়ন শীর্ষক গুণীজন ও অংশীজনদের অংশগ্রহণে শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের উপায় নিয়ে গঠনমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমদ, কুমিল্লা আইন কলেজের অধ্যাপক এডভোকেট মো: আশফিকুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, কুমিল্লা কারিগরি শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো: আলমগীর হোসেন, বান্দরবান জেলার আলী কদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক মো: শাহজালাল চৌধুরী, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মেরিন ইঞ্জিনিয়ার মনির আহমেদ ভূঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম।

ধোড়করা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নূরে এলাহীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: ইব্রাহিম খলিলের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হারুনুর রশিদ, কাজী জাহাঙ্গীর হোসেন, ইউনুছ লিপন, সমাজ সেবক সফিউল ইসলাম জিয়া, সাইফুল ইসলাম রায়হান সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিদেরকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সাবেক চারজন শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD