1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন

ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪১ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রগুলো প্রদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের শান্তশিষ্ট ও সুন্দর পরিবেশে পরীক্ষাদানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

এবার ব্রাহ্মণপাড়া উপজেলার চারটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে উপজেলার দশটি কলেজ থেকে ১ হাজার ৬৫১ পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ১ হাজার ৬৩৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১৮ জন শিক্ষার্থী। অন্যদিকে উপজেলার দুইটি আলিম পরীক্ষা কেন্দ্রে ৫টি মাদ্রাসা থেকে ২৯৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ২৮৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ জন শিক্ষার্থী। এছাড়া উপজেলার দুটি কারিগরি পরীক্ষা কেন্দ্রে ১৫২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ১৪৪ জন এবং অনুপস্থিত ছিলেন ৮ জন।

এরমধ্যে উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় ৯২৮ জন, অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৯২৪ জন ও অনুপস্থিত ছিলেন ৪ জন শিক্ষার্থী। শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৮৯, অনুপস্থিত ১ জন। মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষা কেন্দ্রে ৩৮৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৩৭০, অনুপস্থিত ছিলেন ৯ জন। শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ পরীক্ষা কেন্দ্রে ২৪৫ জন অংশ গ্রহণ করার কথা থাকলেও ২৪১ জন অনুপস্থিত ৪ জন। সাহেবাবাদ কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় ১৩০ জন অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ১২৭ জন ও অনুপস্থিত ছিলেন ৩ জন। চান্দলা আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ১৬১ জন এবং অনুপস্থিত ছিলেন ৮ জন শিক্ষার্থী।

এছাড়া সাহেবাবাদ ডিগ্রি কলেজ কারিগরি শাখা পরীক্ষা কেন্দ্রে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৫৯ জন ও অনুপস্থিত ছিলেন ৩ জন শিক্ষার্থী এবং মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কারিগরি শাখা পরীক্ষা কেন্দ্রে ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছেন ৮৫ জন এবং অনুপস্থিত ছিলেন ৫ জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও নিয়মমাফিকভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সহযোগিতায় সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD