1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সদ্য নির্মিত রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন

ব্রাহ্মণপাড়ায় সদ্য নির্মিত রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত পাকা রাস্তায় ট্রাক্টর চালিয়ে রাস্তার ক্ষতি ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই রাস্তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, রাস্তাটি সদ্যই ঢালাই করা হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই একটি ট্রাক্টর চালিয়ে রাস্তার ওপর দিয়ে যাওয়া হয়, এতে রাস্তায় আংশিক ক্ষতি হয় এবং যানজটের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশের সদস্যরা।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, ুনতুন রাস্তা নির্মাণের পরপরই সচেতন না হয়ে কেউ যদি যানবাহন চালিয়ে তা নষ্ট করে দেন, তা দুঃখজনক। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD