1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চৌদ্দগ্রামপ্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুকের টাকার দাবিতে শাহিদা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। এতে ভুক্তভোগি গৃহবধুর চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নীলাফুলা জখম হয়। গত রোববার সকালে ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটিয়েছে তারই স্বামী মো: রবিউল আলম। অভিযুক্ত রবিউল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের মো: ফজলুল হকের ছেলে এবং ভুক্তভোগি শাহিদা বেগম একই গ্রামের মৃত আব্দুল গফুর এর মেয়ে। সংবাদ পেয়ে ভুক্তভোগির পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি শাহিদা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর ৯ বছর পূর্বে ২ সন্তানের জননী শাহিদাকে শরীয়াহ্ মোতাবেক সামাজিকভাবে বিয়ে করেন রবিউল। বিয়ের কয়েক মাসের মধ্যেই শাহিদা বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এদিকে তার উপর নেমে আসে বিভিন্ন নির্যাতন-অত্যাচার। বাবার বাড়ি থেকে বারবার ব্যবসার জন্য টাকা আনতে বলে রবিউল। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইদের কাছ ব্যবসার জন্য স্বামীকে ৮ লাখ টাকা এনে দেন। এছাড়াও প্রাক্তন স্বামীর দেওয়া ৮ ভরি ওজনের গহনাও দিয়ে দেন স্বামী রবিউলকে। এতেও তার মন পাওয়া যায়না। কারণে-অকারণে তাকে সবসময় মারধর করে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পারিবারিক শালিস হয়। নতুন সংসারে আগত দু’টি সন্তানের দিকে চেয়ে সব ভুলে আবারও জোড়াতালির সংসার শুরু করতে বাধ্য হয় শাহিদা। গত রোববার সকালে শাহিদাকে তার বাবার বাড়ি থেকে আবারও ৫০ হাজার টাকা আনতে বলে রবিউল। এতে অস্বীকৃতি জানালে নেমে আসে অত্যাচার-নির্যাতন। স্বামী রবিউলের এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি-উষ্ঠায় মাটিতে লুটিয়ে পড়েন শাহিদা। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রবিউল পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনকারী স্বামী রবিউলের উপযুক্ত বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে ভুক্তভোগি নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD