1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত - Dainik Cumilla
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা (জিএপি) বিস্তারের লক্ষ্যে চলছে পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি। ধান, সরিষা, ফল ও সবজি উৎপাদনে আধুনিক প্রযুক্তি, টেকসই পদ্ধতি এবং বাণিজ্যিককরণে গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর ও হরিমঙ্গল ব্লকে সরেজমিনে দেখা যায়, স্থানীয় কৃষক ও কৃষাণীরা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, ক্লাস সেশন ও হাতে-কলমে অনুশীলনে অংশ নিচ্ছেন। তারা শিখছেন মাটির স্বাস্থ্য রক্ষা, পানির সঠিক ব্যবহার, নিরাপদ বীজ বাছাই, বালাইনাশক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন কৌশল।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, বেজুরা পশ্চিমপাড়া, ব্রাহ্মণপাড়া সদর, হরিমঙ্গল, শিদলাই ও মাধবপুর ব্লকে মোট ছয়টি পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়মিত অংশ নিচ্ছেন। ১০টি ক্লাস সম্পন্নের পর তাদেরকে সনদপত্র ও নির্ধারিত ভাতা প্রদান করা হয়।

এই কার্যক্রমে কৃষকদের প্রশিক্ষণ দেন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কৃষি পরামর্শকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, ুউত্তম কৃষি চর্চার মাধ্যমে কৃষকরা শুধু নিজেরাই লাভবান হবেন না, বরং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় পর্যায়েও ইতিবাচক প্রভাব ফেলবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আমরা উন্নত দেশে কৃষিপণ্য রপ্তানির পথে আরও একধাপ এগিয়ে যাব।”

অংশগ্রহণকারী কৃষকরা জানিয়েছেন, তারা আগের তুলনায় অধিক সচেতন হয়েছেন, ফলনও বেড়েছে। অনেকেই নিজের শেখা কৌশল পাশের কৃষকদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ফলে ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে উত্তম কৃষি চর্চার বার্তা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD