1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
"ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন" এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ - Dainik Cumilla
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় পার্টনার ফিল্ড স্কুলে উত্তম কৃষি চর্চার কার্যক্রম অব্যাহত লাকসামে আশা’র প্রযুক্তি সহায়তা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের সভা “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২২ এপ্রিল কুমিল্লায় ভুয়া আপোষনামা দিয়ে জামিন চেষ্টা, আদালতে আ: লীগের আইনজীবীদের ডিম ছুঁড়ে মারলো বিক্ষুব্ধ জনতা কোরিয়া-বাংলাদেশ রোটারির যৌথ অর্থায়নে চান্দলা কে.বি স্কুল এন্ড কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন নাঙ্গলকোটে গাছের সাথে শত্রুতা, ধারালো অস্ত্র নিয়ে বাগান মালিকের উপর হামলা কুমিল্লা পলিটেকনিকে ছয় দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

“ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর প্রতি গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার সংহতি প্রকাশ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্কিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধের দাবিতে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে “মুভমেন্ট ফর এ ফ্রি প্যলেস্টাইন” এর পক্ষ থেকে আয়োজিত ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেসস্টাইন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং অংশ গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার চেয়ারম্যান ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

তিনি এক প্রেস বিবৃতিতে আগামী ২৬ এপ্রিল, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ এর সঙ্গে সংহতি প্রকাশ করেন। গণমাধ্যম প্রেরিত এক বিবৃতিতে তিনি সর্বস্তরের বিকেকবান মানুষকে উক্ত সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে বলেন,বিশ্ব বিবেক যেন গণহত্যাকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি, বিশ্ব মুসলিমসহ সকল শান্তিপ্রিয় মানুষকে এ নৃশংসতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উল্লেখ করেন, অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা জাতীয় ও আর্ন্তজাতিক অভিন্ন ইস্যুতে সমর্থন ব্যক্ত করে আপামর জনগণকে উক্ত কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD