1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্রেম করে বাল্য বিয়ে, অবহেলা সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীর আত্মহত্যা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে ব্রাহ্মণপাড়ায় শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও দোয়া কুয়েট শিক্ষার্থী বহিষ্কার ও ভিসির পদত্যাগ দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার চৌদ্দগ্রামে চিহিৃত মাদক কারবারি কর্তৃক অসহায় পরিবারের উপর হামলা চৌদ্দগ্রামে অসহায় নারীকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা, থানায় অভিযোগ ছয়দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, যৌথবাহিনীর হস্তক্ষেপ, ফাঁকাগুলি কুমিল্লায় নববর্ষে শহীদ মুগ্ধ স্মরণে ১০ হাজার তৃষ্ণার্তকে পানি বিতরণ

প্রেম করে বাল্য বিয়ে, অবহেলা সইতে না পেরে দাখিল পরিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ফারজানা আক্তার রাখি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে রাখি ফাঁস দেয় বলে ধারণা তার স্বজনদের।

ফারজানা আক্তার রাখি উপজেলার শ্রীহাস্য খিলপাড়া আলতাফ আলি হাজি বাড়ির আলমগীর হোসেনের মেয়ে ও শ্রীহাস্য উত্তরপাড়া আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী। রাসেল ও রাখি দু’জনই এবছর দাখিল পরিক্ষার্থী। রাখির মৃত্যু ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৩ সালের রাসেল ও রাখি প্রেমের সম্পর্ক থেকে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে রাসেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রাখির স্বামী রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন ও নিপীড়ন করতেন। সর্বশেষ ১০-১২ দিন পূর্বে রাখি রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার রাখিকে মারধর করে তাড়িয়ে দেয়। এই ঘটনার জের ধরে অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।

ফারজানা আক্তার রাখির দাদি আয়শা বেগম বলেন, আমার নাতনিকে বিভিন্নভাবে নির্যাতন করতো রাসেল ও তার পরিবার, সেজন্য আমার নাতনি আত্মহত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে রাসেলের বাড়িতে গেলে তাকে ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাখির মৃত্যুর ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD