1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভিটামিন 'এ' ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফর মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৬ বার পঠিত

 

ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৬ হাজার ৮৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ১৫ মার্চ ) সকালে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান, ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. আসিফ মোহাম্মদ তকি, ডা. সোহেল রানা ( ইউনানি ), সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, রাজিয়া সুলতানা, মধুমিতা পাল, মাহমুদা আক্তার, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির, ইপিআই প্রধান আবুল কাশেম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, অফিস সহকারী মো. ইফেখার আলম হিমেল, এইচআই মঞ্জুয়ারা বেগম, এএইচআই নাসরিন সুলতানা, মাঈনুদ্দিন প্রমুখ।

জানা গেছে, এ উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৮৯৭ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩২ হাজার ৯৮৩ শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙের ক্যাপসুল। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ও ১৯২ টি অস্থায়ী কেন্দ্রে একযোগে চলবে এ কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে পুরো উপজেলায় একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা, অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের অভিভাবকদের নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD