মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন খেলা শেষে বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় অন্যান্যের মধ্যে পোমকাড়া ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, শিদলাই নাজনীন হাইস্কুলে প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূইয়া, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, ধান্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ মো. খোরশেদ আলম সহ অন্যান্য বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভগবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ট্রফি ও অন্যান্য পুরস্কার ও বিতরণ করা হয়।