দৈনিক কুমিল্লা ।।
পড়ব বই গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানকে ধারণ করে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মূখ্য আলোচক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য,
প্রধান বক্তা সরকারি গণগ্রন্থাগার সহকারী পা
লাইব্রেরিয়ান মো. নাফিস সাদিক শিশির এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক
পঙ্কজ বড়ুয়া প্রমূখ।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, শিক্ষিত জাতি গঠনে ও মেধা বিকাশের জন্য বই পড়ার কোন বিকল্প নেই। ব্যাক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রেীয় জীবনে যে যত বেশি বই পড়েন সে ততবেশি সফল। একটি শিক্ষিত জাতি গঠনে বই পড়ার ভূমিকা অপরিসীম। বই পড়লে বিবেক জাগ্রত হয়।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।