কলেজ প্রতিনিধি।।
ভিক্টোরিয়ার ৪২ তম সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়ার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি গতকাল রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেন।
একজন নিবেদিতপ্রাণ, ধার্মিক, মেধাবী, সৎ, পরিশ্রমী ও মানুষ গড়ার কারিগর প্রফেসর মো. রেজাউল করিম ভূঁইয়া ১৯৭৪ সালে সিলেট এমসি কলেজে যোগদানের মাধ্যমে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি হয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। পরবর্তীতে নোয়াখালী সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজে চাকুরি করে আবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ফিরে আসেন। সর্বশেষ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও এ কলেজের উপাধ্যক্ষ হিসেবে চাকুরি করেন।সর্বশেষ ২৯ ডিসেম্বর ২০০৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে চাকুরি জীবন শেষ করেন।
প্রফেসর ভূঁইয়া কুমিল্লার বুড়িচং উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্যারের সহধর্মিণী ময়নামতি ক্যান্টনমেন্ট হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন। প্রফেসর রেজাউল করিম ভূঁইয়া স্যারের পরিবারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যাপক ড. এনামুল করিম (সাব্বির) ও মেয়ে তৌহিদা তাঁর হাজবেন্ডের সাথে লন্ডনে বসবাস করছেন।।