1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অযোগ্য লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের জন্য মানববন্ধন ও স্মারকলিপি - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

অযোগ্য লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের জন্য মানববন্ধন ও স্মারকলিপি

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:
অযোগ্য ও ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের জন্য মানববন্ধন ও কুমিল্লা জেলা প্রশাসকের মাধমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। এ সময় বিক্ষোভকারীরা এই কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন, অন্যথায় কুমিল্লা জেলায় সকল ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে জানান।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ জানুয়ারি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত এই কমিটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে কুমিল্লা জেলাজুড়ে। এছাড়া কুমিল্লা ক্রীড়াঙ্গণের সাথে যারা আমরা জড়িত আছি, এই কমিটি দেখে আমরা বেশ মর্মাহত । যাদের সাথে ক্রীড়াঙ্গণের কোন যোগাযোগ নেই, এমন কয়েকজন এই কমিটিতে জায়গা পেয়েছে। এমন অগ্রহণযোগ্য কমিটি আমরা মেনে নিতে পারছি না। আমরা এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করলাম। এ কমিটি চলমান থাকলে জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দেওয়া হয়। কুমিল্লা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত খেলোয়াড়, কোচ, সংগঠক ও কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে ৭ সদস্যের প্রস্তাবিত এডহক কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত কমিটির ৩ সদস্যকে (ব্যাডমিন্টন খেলোয়াড় ও সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু ও ক্রীড়া সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু) বাদ দিয়ে বির্তকিত লোকদেরকে অর্ন্তভুক্ত করে কমিটি ঘোষিত হয়, যা কুমিল্লার ক্রীড়াঙ্গণকে কলংকিত করেছে। এমন লোকদের দিয়ে জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করে কুমিল্লা জেলার ক্রীড়াঙ্গণকে কলংকিত করা হয়েছে। এমন কলংকিত কমিটি বাতিল করে পুনরায় যোগ্য ও সক্রিয় ব্যক্তিদের দিয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের জন্য জোর অনুরোধ জানাচ্ছি।

কুমিল্লা জেলা ক্রীড়াঙ্গণের খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন আদর্শ সদর ফুটবল দলের ম্যানেজার ও সংগঠক সাইফুল ইসলাম রায়হান, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন, কারাতে অ্যাসোসিয়েশনের ন্যান্সি আবু, ন্যান্সি আলম, সাবেক ক্রিকেটার উল্লাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD