মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়াকে একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর উপজেলা হিসেবে গঠন করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমি প্রত্যাশা করছি সকলে আমার পাশে থেকে সহযোগিতা করবেন।
এসময় সাংবাদিকদের মধ্যে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. বাছির উদ্দিন ও মো. সোহেল ইসলাম উপস্থিত ছিলেন।