1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ময়নামতিতে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিকের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন - Dainik Cumilla
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নানা দুর্নীতির অভিযোগে মালাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে অনাস্থা, স্মারকলিপি প্রদান সাংবাদিক মিজানুর রশিদ হাজিপুরা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৪ আসামি গ্রেপ্তার কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  যুবদলকে গতিশীল করার লক্ষে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম অনেক চড়া চৌদ্দগ্রামে প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ময়নামতিতে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিকের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে আদালতের সিদ্ধান্ত অমান্য করে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিক খন্দকার মোতাব্বির আহমেদ জনিকে হত্যার চেষ্টা করে উল্টো তার বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির পরিবার।
সোমবার (২৭ জানুয়ারি)রাতে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জনির মাতা ফারজানা আহমেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট অফিস কর্মকর্তা ইউনুছ, জনির খালা ডালিয়া, ভুমি ক্রেতা আলী করিম ও হাবিবুর রহমানসহ আরো অনেকে।
জনির মাতা ফারজানা আহমেদ জানান, আমার ছেলের প্রতিষ্ঠানে ঢুকে আমার ছেলে ও ম্যানেজার রানাকে মারধর করে হত্যার চেষ্টা করে ভুমি দস্যু আবুল কালাম, প্রবাসী সুলতান বাহিনী। পরে উল্টো চাদাঁবাজি ও হামলার অভিযোগ এনে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়েছে। যা খুবই দু:খজনক ও নিন্দনীয়। বিগত ১৫ বছরে আমার ছেলের প্রতিষ্ঠান ৩ বার ভাংচুর করা হয়েছে।আমার ছেলের বিরুদ্ধে যদি এক ফুট জায়গা দখলের কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আইনানুযায়ী যে কোন বিচার মেনে নিবো। আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ছেলের বিরুদ্ধে যে চাদাঁবাজির অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে ও ভিত্তিহীন।
ফারজানা আহমেদ আরো জানান, আমাদের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুড়িচং থানায় অভিযোগ করে ফেরার পথে বাদির উপর পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা। ট্রান্সপোর্ট মালিক স্থানীয় বাসিন্দা মৃত নাজির উদ্দিন আহমেদ ও ফারজানা আহমদের পরিবারের সাথে স্থানীয় হাবিবুর রহমান সর্দারের জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছে। বর্তমানে এই জায়গাটিতে তাদের সন্তান খন্দকার মুতাব্বির আহমেদ জনি ফারজানা ট্রান্সপোর্ট এর অফিস ও ইন্টারনেট অফিস চালাচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী ২০২৫ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় ফারজানা ট্রান্সপোর্ট ও ডেফোডিল আইটি ইন্টারনেট অফিসে আদালতে চলমান মামলা উপেক্ষা করে পেশিশক্তির জোরে হামলা চালায় ও জমি দখল করতে আসে হাবিবুর রহমান উরফে হাবু সরদার ও তার সন্ত্রাসীরা। ওই মুহর্তে অফিসে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্টের স্বত্যাধীকারি খন্দকার মুতাব্বির আহমেদ জনি।হত্যার উদ্দেশ্যে জনির উপর হামলা করলে ম্যানেজারের চিৎকারে এলাকাবাসী একত্রিত হয়ে জনিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে সন্ত্রাসীরা ম্যানেজার নুরুল ইসলাম রানা ও অফিসে উপস্থিত কয়েকজনকে মারধর করে ও ট্রান্সপোর্ট ও অনলাইন অফিস ভাংচুর করে।এবিষয়ে ম্যানেজার বাদি হয়ে রামপাল এলাকার আবুল কালাম সর্দার ,সুলতান আহমেদ সরদার, মোঃ আতিক, মোঃ কাশেম, মোঃ জুয়েল, মোঃ ফারুকসহ আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বুড়িচং থানায় জমা দেন।
বুড়িচং থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে খাড়াতাইয়া এলাকায় আসলে কয়েকটি মটর সাইকেল সিএনজি আটকিয়ে তাকে মারধর করে । এতে তার পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলায় আরও উপস্থিত ছিলো ইমরুল, মোস্তফা, বিল্লাল, কালা মিয়া সহ বহিরাগত সন্ত্রাসীরা।
খন্দকার মুতাব্বির আহমেদ জনির পরিবার আরো জানায়, তার উপর হামলাকারীরা পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারন ঘটনার পর দিনই আসামীদের ৪ জন দেশত্যাগ করে। তারা বিমানের টিকেট নিশ্চিত করে তাকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এলাকার সাধারণ মানুষ এগিয়ে আসায় তার প্রাণ রক্ষা পায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD