নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ২-১ গোলে লাকসামের পশ্চিমগাঁও পুরাতন বাজার আদর্শ ক্লাব ও কুমিল্লা আদর্শ ফুটবল একাডেমীকে হারিয়ে জয়লাভ করে। সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে রোববার (২৬ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
পশ্চিমগাঁও পুরাতন বাজার আদর্শ ক্লাবের পক্ষে দুই গোল করে হৃদয় হায়দার খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি ছিলেন, নবাব ফয়জুন্নেছার বংশধর বিশিষ্ট ব্যবসায়ী আয়াজ আলী চৌধুরী। উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা শাহিন আহমেদ, বিএনপি নেতা মইনুল হক মজুমদার মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, আপ্যায়ন সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জাহাঙ্গীর আলম। সহকারী হিসেবে ছিলেন মিলন ও আরিফুল ইসলাম। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, আব্দুল কাদের।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে।
আগামী বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে একই ভেন্যুতে কুমিল্লা নেওড়া শান্তিনগর ক্লাব ও সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।