.
মো: ওমর ফারুক মুন্সী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে শুধু হত্যা না দাফনও করে ছেড়েছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। পৃথিবীতে এমন কোন দেশের ইতিহাস নেই যেখানে দিনের ভোট রাত্রে হয়েছে কিন্তু আওয়ামীলীগ তা দেখিয়েছে ২০২৪ সালের নির্বাচনে। নিজেরা-নিজেরা খেলাধুলার নির্বাচন করেছিল আওয়ামীলীগ, তারা নতুন প্রজম্মকে ভোট থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মজিবুর রহমান বক্তব্যে আরও বলেন, আওয়ামীলীগ ভোট এতো নষ্ট করেছিল ভোটে যারা প্রার্থী হয়েছিল তারাও রুচি হারিয়ে ফেলেছিল ভোটে দাঁড়াতে। সাধারণ মানুষও নির্বাচন বর্জন করেছে, এখন কি করবে হাসিনা! পরে বের করল ডামি নির্বাচন। মানে তাদের মধ্যে একদল পক্ষে আরেক দল বিপক্ষে। এভাবে নির্বাচনকে দেশে তামাশায় পরিণত করেছিল আওয়ামীলীগ। জাতির সামনে তারা নির্বাচন নিয়ে যায়নি।
৫ আগস্টের কথা উল্লেখ করে বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, সেদিন মনে হয়েছিল আল্লাহ তায়ালা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে, যেভাবে ছাত্র-জনতা, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার হাসিনা ইঁদুরের গর্তও খুঁজে পায়নি পালাবার জন্য, আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হলো তো তাই। মাটিতে যাওয়ার কোন সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত আকাশে উড়াল দিল স্বৈরাচার। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। সম্মেলন সঞ্চালনা করেছেন দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমদ।