1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন - Dainik Cumilla
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান গ্রেফতার কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার কুমিল্লায় তরুন উদ্যোক্তা তৈরী করতে ‘ডিজিটাল গুরুর’ যাত্রা ব্রাহ্মণপাড়ায় সমলয় প্রদর্শনীর ধান কম্বাইন হারভেস্টারে কর্তনের উদ্বোধন কুমিল্লায় নানা আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী নাঙ্গলকোটে যুবদলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা নাঙ্গলকোটে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত-১২ ইউএনও নিজে কম্বাইন হারভেস্টারে কর্তন করলেন প্রদর্শনীর ধান কুমিল্লায় অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

 

নেকবর হোসেন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। কর্মসূচির মধ্যে ছিল বর্নিল আলোকসজ্জা, কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র, কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করেন।
এরপর চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে নয়টা শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড.মোঃ সফিকুল ইসলাম সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো.নিজামুল করিম । তিনি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া জুলাই আগস্ট বিপ্লবের আপামর ছাত্র-জনতার সংগ্রাম, তাদের বিজয় এবং দুর্নীতিমুক্ত আলোকিত সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা শীর্ষক বিষয়ে আলোচনায় তুলে ধরেন।

আলোচনা সভায় বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হাজার প্রাণের আত্মত্যাগে অর্জিত বাংলাদেশকে সত্যিকারে দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী,কর্মচারী সমিতির সভাপতি মোঃসিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপ কলেজ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব প্রশাসন এ কে এম সাহাবউদ্দিন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মোঃ গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম এনালিস্ট সুব্রত মিশ্র, প্রোগ্রামার মোঃ হুমায়ুন কবীর, সহকারি প্রোগ্রামার সুমন রায়, সহকারি প্রোগ্রামার প্রিয়ঞ্জিত সরকার, নিরাপত্তা অফিসার কেয়া রায়, ডাটা এণ্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো: আরিফ হোসেন,কর্মচারী সমিতির নেতা মো: সহিদুল হক হেলালীসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে বাদ জোহর বোর্ড জামে মসজিদে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD