নিজস্ব প্রতিবেদক।। চতুর্থবারের মতো কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার। গত ১১ জুন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশু’র যৌথ স্বাক্ষরিত চিঠি’র আলোকে জানা যায়।
জানা যায়- গত ৩০ এপ্রিল কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাব কমিটির সভায় কার্য্যক্রম, মূল্যবান পরামর্শ/দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বারের কালচারাল কার্য্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশুকে আহবায়ক করে রিক্রিয়েশন সাব কমিটি গঠন করা হয়।
এদিকে, চতুর্থবারের মতো রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত করায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট আছিয়া মাহজাবিন খান (নিশু) সহ কার্য্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এডভোকেট তাপস চন্দ্র সরকার।