1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বিএনপি বিভক্তের রাজনীতি করে না, এই দেশ সকলের - ড. মারুফ হোসেন - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

বিএনপি বিভক্তের রাজনীতি করে না, এই দেশ সকলের – ড. মারুফ হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

 

শামীম রায়হান॥ ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন—বিএনপি বিভক্তের রাজনীতি করে না,এই দেশ সকলের এই দেশ ছোট -বড়, ধনী- গরীব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সকলের।

তিনি আরও বলেন, সম্প্রতি, সৌহার্দ্য আর শান্তিপূর্ণ পরিবেশ গড়তে আমাদের জাতীয়তাবাদী বিএনপির সরকার কখনও কোনো প্রভেদ গড়েনি,আগামীতেও গড়বে না। বিএনপির সরকার থাকাকালে এই দেশে শান্তি পরিবেশ সন্তোষজনক ছিলো।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে
খন্দকার মারুফ হোসেন বলেন, সংখ্যালঘু শব্দটি আওয়ামী লীগের অভিধানে শব্দ। এই শব্দ আওয়ামী লীগ ব্যবহার করে আপনাদের বিভক্ত করে রেখেছে।
দেশবাসীর আশা ভরসার প্রতীক দেশ নায়ক তারেক রহমান সংখ্যা লঘু শব্দটি চিরতরে মুছে দিয়েছেন। আপনাদেরকে আমরা এই দেশে সংখ্যালঘু হিসেবে পরিচয়ে দেখি না, আমরা দেখি আপনারা এই দেশের নাগরিক। সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা নিয়ে বাঁচতে পারে এই লক্ষ্যে বিএনপি রাজনীতির মাধ্যমে
কাজ করে যাবে।

ড. মারুফ বলেন, আপনাদের এই শারদীয় দূর্গোৎসব ঘিরে একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করবে, আপনারা সজাগ থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

 

শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে দাউদকান্দি পৌরসভার সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বৃহস্পতিবার( ৩ অক্টোবর) বিকাল ৩টায় পৌরসভা মারুফ ভিলায় পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সভাপতি, অশোক সাহা।
সভায় আরও বক্তব্য রাখেন— পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য,
উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সহ-সভাপতি জসিমউদদীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন,সালাউদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক,
কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর শামীম দর্জি,উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা জামালউদ্দিন মোল্লা, খন্দকার হুমায়ুন,
সদর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD