মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভিমরুলের কামড়ে মো. শামছু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার একটি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর পূর্বে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সে ভিমরুল একাধিক কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ায় আক্রান্ত হন তিনি।
নিহত শামছু মিয়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারাধারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে বাড়ির আঙ্গিণায় সবজি বাগান পরিচার্যার সময় শামছু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে ভিমরুল কামড় দেয়। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলার সদরের একটি হাসপালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অব্স্থা অশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার স্বজনদের পরামর্শ দেন।
পরে স্বজরা তাকে কুমিল্লা শহরের একটি হাসপালে ভর্তি করলে ওই হাসপাতালে শামছু মিয়া চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে মারা যায়। চিকিৎসকরা জানায়, ভিমরুলের কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়।