1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১, আহত - Dainik Cumilla
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত ১, আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রেজাউল হক শাকিল ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রকিব মিয়া আখন্দ (৪০) নামের মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক ব্যক্তি নিহত হয়েছে। নিতত রাকিবের বাড়ী ওই উপজেলার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়া এলাকায়।
গতকাল সোমবার সন্ধ্যায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিব মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী আয়শা আক্তার ও ছেলে লোকমান হোসেন (১৮) এবং মোশারফ হোসেন (১৬) আহত হয়।
নিহত রকিব ওই এলাকার আখন্দ বাড়ির আব্দুল বারেক আখন্দের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
নিহতের বাবা আব্দুল বারেক আখন্দ ও শ্বাশুড়ি সাফিয়া খাতুন বলেন, গতকাল সোমবার বিকেলে তাদের একই বাড়ির চার বছরের ছোট দুই শিশু খেলার ছলে একে অপরের মধ্যে মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেয়। সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ফেরার সময় রাস্তায় রকিবকে অভিযুক্ত শাহজাহান ও তার দুই ছেলে জসিম এবং মামুন লাঠি ও দাড়ালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। এসময় রকিবের চিৎকারে তার স্ত্রী আয়শা আক্তার এবং দুই ছেলে লোকমান হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন হামলাকারীরা।
এসময় স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেন। কুমেকে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের একই রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মঙ্গলবার ওই হাসপাতালে রকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়রা লোকজন জানান, সিএনজি চালক রকিব মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হামলাকারীরা নিজেদের বসতঘর নিজেরাই ভেঙে মালামাল নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য নুর নবী বলেন, সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রকিব প্রতিদিনের মতো গ্যারেজে গাড়ি রেখে বাড়িতে আসলে শাহজাহান ও তার দুই ছেলে মিলে রকিবকে ধরে নিয়ে মারধর করে। এসময় রকিবের স্ত্রী সন্তানরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় শাহজাহান ও তার ছেলেরা। তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে রকিব মারা যায়। নিহত রকিবের স্ত্রী ও দুই ছেলে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জান, সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি এস এম আতিক উল্লাহ বলেন, চার বছরের দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সিএনজি চালক রকিব মিয়া আখন্দ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD