1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মানবতার সেবায় আলী আজ্জম ফাউন্ডেশন ব্রাহ্মণপাড়ায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ অব্যাহত - Dainik Cumilla
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

মানবতার সেবায় আলী আজ্জম ফাউন্ডেশন ব্রাহ্মণপাড়ায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ অব্যাহত

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
“মানবতার সেবায় আপনিও এগিয়ে আসুন”এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলী আজ্জম ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে দুপুর ও রাতের খাবার বিতরণ অব্যাহত রয়েছে। গোমতি নদীর ভাঙনে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। জীবন বাঁচাতে মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে। এর ব্যতিক্রম নয় উপজেলার চান্দলা ইউনিয়নের বন্যা কবলিত মানুষও। প্রায় ৩০০ জন মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন চান্দলা কে বি স্কুল অ্যান্ড কলেজে। বন্যার শুরু থেকেই আলী আজ্জম ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। খাবার, পানীয় জল ও ওষুধ নিয়ে এ সংগঠনটি বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। চারদিন ধরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জুনায়েদ আহমেদ জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে চান্দলা কে বি স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নেয়া ৩০০ জন লোকের জন্য দুপুর ও রাতের খাবার বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জুনায়েদ আহমেদ জুয়েল বলেন, “আশ্রয় কেন্দ্রে আসা মানুষগুলো আমাদের গ্রামের এবং আশপাশের এলাকার মানুষ। তারা আমাদের প্রতিবেশী। তাদের বিপদে আমরা এগিয়ে আসব, এটাই স্বাভাবিক। মানুষ মানুষের জন্য, এই দায়িত্ব থেকেই আলী আজ্জম ফাউন্ডেশন বন্যার শুরু থেকে আজ পর্যন্ত খাবার বিতরণ করে আসছে। যতদিন বন্যার পানি এলাকায় থাকবে, ততদিন আমরা তাদের পাশে থেকে সেবা প্রদান করব ইনশাআল্লাহ। আশ্রয় কেন্দ্রে দায়িত্বে থাকা আনাস বিন ফারুক জানান, ২০ জন স্বেচ্ছাসেবক এবং ৫ জন মেয়ে স্কাউট সদস্য প্রতিদিনই নিয়মিতভাবে সেবা দিয়ে যাচ্ছে। তাদের প্রিয় আলী আজ্জম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জুনায়েদ আহমেদ জুয়েলের নির্দেশনায় তারা এলাকার আশপাশের ও আশ্রয় নেয়া লোকজনের খাবার বিতরণ করে আসছেন এবং তাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করছেন। এই সেচ্ছাসেবক দলের সদস্যরা হলেন ইউসুফ, নোমান, রাসেদ, রবিন, সায়িদ, আলাউদ্দিন, মোফাস্সেল, ইমন, ইমরান, ইকরাম, জোনায়েদ, লাকি সারমিন, তামান্না এবং শাজেদা। তারা নিয়মিতভাবে আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের সেবা প্রদান করছেন। যতদিন এখানে মানুষ থাকবে, ততদিন তারা সেবায় নিয়োজিত থাকবেন। মানবতার সেবায় আলী আজ্জম ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মানবসেবায় এই সংগঠনের এই অবদান অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD