1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বন্যাদুর্গতের পাশে চিকিৎসকরা, বিশুদ্ধ খাবার পানি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা - Dainik Cumilla
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

বন্যাদুর্গতের পাশে চিকিৎসকরা, বিশুদ্ধ খাবার পানি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

দুই নদীর বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। এতে এই উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ষাট হাজার পরিবার। বন্যায় বিশুদ্ধ খাবার পানির অভাবে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বন্যাকবলিত এলাকার মানুষের। বর্তমান পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সবরকমের প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও বন্যাদুর্গতদের সুস্থ থাকতে নানারকম পরামর্শ, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দিচ্ছেন, এবং অসুস্থ হওয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বন্যাদুর্গতদের সাহায্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে বন্যার্তদের বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া, অসুস্থদের ফ্রি চিকিৎসা দেওয়া, বন্যা পরিস্থিতি সুস্থ থাকতে নানারকম পরামর্শসহ পানিবন্দিদের উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, দুটি নদীর বেড়িবাঁধ ভেঙে এই উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে অনেকেই আবার অসুস্থ হয়ে পড়ছেন। উপজেলার পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। সেসব স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সুস্থ থাকতে নানারকম পরামর্শসহ অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও বন্যাকবলিত এলাকায় পৌঁছে পানিবন্দিদের উদ্ধার, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া ও বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকতে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে বৃদ্ধ ও শিশুরা ডায়রিয়াজনিত অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন।তাদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এ সময়টায় অবশ্যই বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD