1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কারোর বাবার মৃত্য বার্ষিকী জাতীয় শোক দিবস হতে পারে না- হাজী জসিম - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

কারোর বাবার মৃত্য বার্ষিকী জাতীয় শোক দিবস হতে পারে না- হাজী জসিম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

আওয়ামীলীগের কেউ কোনো দিবসকে কেন্দ্র করে দেশে সন্ত্রাসী কার্যক্রম বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি। এরই অংশ হিসেবে ১৪ এবং ১৫ আগষ্ট ২ দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন দল৷ ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৫আগস্ট) শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচারের দাবিতে সকাল থেকে বিকাল পযন্ত ব্রাহ্মণপাড়া সদর এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া সদর এলাকায় স্থানীয় নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপির। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম বলেন, গত ১৫ বছরে হওয়া সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। শাস্তি না পর্যন্ত বিচারের দাবিতে আমরা মাঠে থাকবো ইন”শাল্লাহ্।
হাজী জসিম উদ্দিন জসিম আরও বলেন, এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সফলতা বা স্বাধীনতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়া যাওয়ার পর বিদেশে থাকা তার দুর্নীতিবাজ ছেলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে দেশকে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় কি না। কারোর বাবার মৃত্যু বার্ষিক জাতীয় শোক দিবস হতে পারে না। কোন ও দিবসকে কেন্দ্র করে দেশের ভেতর আওয়ামী সন্ত্রাসী ও কুচক্রীমহল সন্ত্রাসী কার্যক্রম চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কঠোর হাতে রুখে দেওয়ার হবে। আগামীর বাংলাদেশে কোনও চাঁদাবাজদের ঠাঁই হবে না। কোনও দলীয় পরিচয়ে কেউ যদি ব্যবসায়ীদের কোনও ধরনের চাঁদা দাবি করে, তাহলে সবাই মিলে তা রুখে দিতেও আহ্বান জানান হাজী জসিম৷ ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন এর সভাপতিত্বে দিন ব্যাপী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ সরদার, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এড. মনিরুর হক, আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি হাজী জাকির খান, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, ছাদত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD