1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের স্বরণে শোক মিছিল - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

দাউদকান্দিতে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের স্বরণে শোক মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার পঠিত

 

শামীম রায়হান॥

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী  বিএনপি জামায়াত ও শিবিরের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় নিহতদের স্বরনে কুমিল্লার দাউদকান্দিতে এক আলোচনা সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে দাউদকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে  এ শোক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও শোক মিছিলে দাউদকান্দি ও তিতাস উপজেলার বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার আবদুস সবুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কোটা আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত অপশক্তি দেশে নৈরাজ্য তৈরি করেছিল। তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন, দেশ বিরোধী,উন্নয়ন বিরোধী কোনো অপশক্তিকে বাংলার জমিনে মাথা উচু করে দাঁড়াতে দেওয়া হবে না। তিনি সহিংসতায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু.রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড.আবদুল মান্নান জয়,রশিরুল আলম মিয়াজী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার।
পরে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপির নেতৃত্বে একটি শোক মিছিল  দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুমিল্ল উত্তর জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD