নেকবর হোসেন:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম বিশেষ অভিযানে জেলার কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় এক চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিবি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার উপর একটি অটোরিক্সা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা বুড়িচং থানার খারেরা গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ জহির, একই গ্রামের জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল, লোহাইমুড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ ফয়সাল, একই গ্রামের ইমাম হোসেনের ছেলে আহসানুল হক।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।